পুলিশ হেডকোয়ার্টার্সে হামলা, ভাঙচুর ও আগুন

হেলিকপ্টারে আইজিপিকে সরিয়ে নেয়া হয়েছে

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

উত্তেজিত জনতা ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে আগুন দিয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় এই আগুন লাগানো হয়। এর আগে ব্যাপক ভাঙচুর ও তা-ব চালানো হয়েছে।

এরপর পুলিশ প্রধানসহ কয়েকজন সিনিয়র অফিসারকে হেলিকপ্টারে সরিয়ে নেয়া হয়েছে। আবার অনেকেই দেয়াল লাফিয়ে নিরাপদে সরেও গেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেলে উত্তেজিত ও ক্ষুব্ধ উশৃঙ্খল জনতা পুলিশ হেডকোয়ার্টার্সে হামলা চালায়। হামলার সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে চারদিকে ছুটাছুটি করতে থাকে। অনেকেই নিরাপদ স্থানে সরে যায়।

এরপর উত্তেজিত জনতা পুলিশ হেডকোয়ার্টার্সে ডুকে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়। এই সময় অনেকেই বঙ্গবাজারসহ আশপাশ এলাকা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল থেকে বলা হয়েছে। ফায়ার সার্ভিসের টিম পুলিশ হেডকোয়ার্টার্সে আগুন নেভাতে গেছে। তারা কাজ করছেন। না ফেরা পর্যন্ত বিস্তারিত জানা যায় যায়নি।

এর আগে আইজিপি ও স্বরষ্ট্রমন্ত্রীর বাস ভবনে হামলা চালানো হয়েছে। এই ভাবে দেশজুড়ে পুলিশি স্থাপনা ও পুলিশের ওপর একের পর এক হামলা ও তা-বে জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা শান্তি চায়। নিরাপদে বাস্ততে চায়।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি