সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপ

image

হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, “এটা পুরোপুরি আমাকে হয়রানি করার একটি কৌশল।”

লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কখনো যোগাযোগ করেনি। বরং মিডিয়ায় একতরফাভাবে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, “এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।”

দুদকের প্লট বরাদ্দ-সংক্রান্ত মামলায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব ববি, ভাগ্নি রূপন্তীসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গত রোববার ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিকে, টিউলিপের আইনজীবীরা জানান, দুদক শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছে, অথচ তাদের কোনো আইনি নোটিস দেওয়া হয়নি। এক বিবৃতিতে তাঁদের পক্ষ থেকে বলা হয়, “অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা লিখিতভাবে তা মোকাবিলা করছি।”

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগে তারা তদন্ত করছে, যেটির সূত্রপাত ববি হাজ্জাজ নামের একজন রাজনৈতিক ব্যক্তির অভিযোগ থেকে। এসব অভিযোগে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের প্রমাণ খুঁজে দেখার কথা জানানো হয়।

একটি মামলার নথিতে দাবি করা হয়, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন সংক্রান্ত চুক্তিতে টিউলিপ সিদ্দিক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন, যেখানে প্রকল্পের ব্যয় অতিরিক্ত দেখানো হয়েছিল।

তবে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “আমরা কাউকে নিশানা করছি না। অভিযোগগুলো দালিলিক প্রমাণের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “টিউলিপ সিদ্দিক যদি দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেন, তবে তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।”

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ