বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। তবুও ভুল করে বেজে ওঠে বা কেউ বাজিয়ে দেয় অ্যালার্ম। বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস থেকে এমন তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশ ব্যাংকে আজ (২২ সেপ্টেম্বর) কোনও আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে কী কারণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসেছিল তা এখনও বোঝা যাচ্ছে না। হয়তো কারও ভুল তথ্যের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসেছিল। তারা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের ফায়ার এলার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া শাজাহান শিকদার বলেন, আজ দুপুর ২টা ৩২ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজেছে বলে ফায়ার সার্ভিসের জরুরি নম্বরে একটি ফোন আসে। আগুন লেগেছে এমন একটি সংবাদ দেয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট পাঠাই। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস জানতে পারে, কে বা কারা ভুল করে সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়েছে।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা