image

আগুন লাগেনি, তবুও বেজে উঠলো বালাদেশ ব্যাংকের ‘অ্যালার্ম’

নিজস্ব বার্তা পরিবেশক

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। তবুও ভুল করে বেজে ওঠে বা কেউ বাজিয়ে দেয় অ্যালার্ম। বাংলাদেশ ব্যাংক ও ফায়ার সার্ভিস থেকে এমন তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি বাংলাদেশ ব্যাংকে আজ (২২ সেপ্টেম্বর) কোনও আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে কী কারণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসেছিল তা এখনও বোঝা যাচ্ছে না। হয়তো কারও ভুল তথ্যের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসেছিল। তারা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের ফায়ার এলার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া শাজাহান শিকদার বলেন, আজ দুপুর ২টা ৩২ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজেছে বলে ফায়ার সার্ভিসের জরুরি নম্বরে একটি ফোন আসে। আগুন লেগেছে এমন একটি সংবাদ দেয়া হয়। সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট পাঠাই। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস জানতে পারে, কে বা কারা ভুল করে সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» এনসিটি নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যায়: হাইকোর্ট

» রিট সরাসরি খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

» কার্ড জটিলতা নিরসনে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম

» বিইআরসির গণশুনানি: বেশি দামে তেল বিক্রি, ভোক্তাদের তোপের মুখে বিপিসি

» টেংরাটিলা বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

» কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট চাওয়া দ-নীয় অপরাধ: ইসি

সম্প্রতি