image

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এ নিয়ে মশাবাহিত রোগটিতে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ১৫৪ জন ঢাকা মহানগরে এবং ৪৯১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২।

এ বছর ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে এ সংখ্য ১ লাখ ৯৯ হাজার ৭৫৯। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯২২ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৬১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

‘জাতীয়’ : আরও খবর

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সম্প্রতি