image

আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ বিচারিক হাকিম চাইল ইসি

নিজস্ব বার্তা পরিবেশক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ জন বিচারিক হাকিম চেয়েছে নির্বাচন কমিশন। তারা ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবেন।

ইসির আইন শাখার উপ-সচিব আবদুছ সালাম ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন। এতে ৩০০ আসনের জন্যে উপজেলাভিত্তিক, সিটি এলাকায় ওয়ার্ডভিত্তিক একজন করে বিচারিক হাকিম নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার জানান, ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন পাঁচদিন। ভোটের আগে দু’দিন, ভোটের দিন এবং ভোটের পরে দু’দিন তারা নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এই দণ্ডগুলো একটু বেশি, তিন থেকে সাত বছর আছে।

‘জাতীয়’ : আরও খবর

» সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার করার সুপারিশ

» ৭৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, একযোগে বহিষ্কার ৫৯

» নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা

» বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, জানালো আইসিসি

» ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

» সাবেক সচিব মহিবুলের সোয়া কোটি টাকার জমি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সম্প্রতি