image

ডেঙ্গুতে আরও মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৯৫৯

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন রোগী। এসময়ে মারা গেছেন আরও চারজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার ৭৫৮ জন এবং ঢাকার ২০১ জন। এ সংখ্যাসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৭ জন। ঢাকায় এ সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৯৯ জন।

রেকর্ড মৃত্যুর এ বছরে ঢাকায় ৯৩১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৭৯ জনের প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৬৭ জন রোগী। এদের মধ্যে ১০০০ জন ঢাকায় এবং ২ হাজার ৫৬৭ জন বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ মাসে ২৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৬২ জনের।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি