সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান মারা গেছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ওয়ালিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহরুখ রহমান। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ালিউর রহমান। তার নামাজে জানাজা বাদ মাগরিব ধানমন্ডি ৭ নং রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।
ওয়ালিউর রহমান বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন গবেষকও ছিলেন।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫