গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬১৫ জন মারা গেলেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগী ৯২০ জন। আক্রান্তদের মধ্যে ১৯৩ জন ঢাকার। ৭৭৫ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৭৪ জন। বাকি ২ হাজার ৬১৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১২ জন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা