image

ছয় মাসের বেশি দায়িত্বে থাকা ওসিদের বদল চায় ইসি

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

দেশের কোনো থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত।

শুক্রবার (০১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান। কোনো ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে তাকে বদলির নির্দেশনাও দেওয়া হয়েছে।

অশোক কুমার দেবনাথ জানান, বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি দায়িত্বে আছেন, এমন ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব, জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) পর্যায়ক্রমে বদলি করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

চিঠিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ০৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ০৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।

‘জাতীয়’ : আরও খবর

» খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

» ‘মব সন্ত্রাসে’ হত্যা ২০২৫ সালে আগের বছরের চেয়ে বেড়েছে

সম্প্রতি