image

??? ???? ??? ????? ????

৩২টি নয়, এবার ভোটে অংশ নিচ্ছে ২৯ টি দল : ইসি

নিজস্ব বার্তা পরিবেশক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ টি নয়, ২৯ টি দল অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে তিন দিনে তিন ধরনের তথ্য জানা গেল।

শনিবার (০২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অশোক কুমার জানান, এবার নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ভোটে এসেছে ২৯টি।

গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০টি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানানো হয়। পরদিন শুক্রবার সারা দেশ থেকে আসা তথ্য সমন্বয় করে অশোক দেবনাথ জানিয়েছিলেন ভোটে এসেছে ৩২টি দল।

মনোনয়নপত্রের সংখ্যা নিয়েও একাধিক তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বলা হয়, সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৪৪১টি। পরের দিন শুক্রবার জানানো হয় প্রার্থীর সংখ্যা ২ হাজার ৭১৩ জন। তৃতীয় দিনে এসে এই সংখ্যাটি আরও একটি কমে ২ হাজার ৭১২ জন বলে জানানো হয়।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, আমাদের কাছে যে তথ্য আছে এ পযন্ত ২৭১২ জনের প্রার্থী রয়েছে। আর ২৯টি দল অংশ নিয়েছে।

দল ও প্রার্থীর সংখ্যায় গড়মিলের বিষয়ে অশোক দেবনাথ বলেন, মাঠ পর্যায়ের পাঠানো তথ্যে করণিক ত্রুটির কারণে সংখ্যা এদিক ওদিক হয়।

‘জাতীয়’ : আরও খবর

» জুলাই সনদের পথরেখায় নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হবো: আলী রীয়াজ

» নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশননির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ইইউ মিশন

» কারাগারে অ্যাম্বুলেন্স সংকট: রিকশা আর ভ্যানে হাসপাতালে নেয়ার পথে ৫০৯ কারাবন্দীর মৃত্যু

সম্প্রতি