image

নির্বাচনের আগে ঢাকার ৩৩ থানায় ওসি বদলি

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় এ প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ।

এ কে এম হাফিজ বলেন, “ডিএমপির পক্ষ থেকে ইসি বরাবর চিঠি দেব। ইসি যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার মধ্যে ৩৩টির ওসি ৬ মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী তাদের পরিবর্তনের জন্য সংস্থাটির কাছে অনুমোদন চাওয়া হবে।

সংসদ নির্বাচন সামনে রেখে যেসব থানায় ওসিদের মেয়াদ ছয় মাসের বেশি হয়েছে তাদের বদলির নির্দেশনা দিয়েছে ইসি।

এমন ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কমিশন।

একই সঙ্গে এক বছরের বেশি সময় দায়িত্বে থাকা ইউএনওদেরকেও বদলি করতে বলেছে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা সংস্থাটি।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

» ই-সিগারেট, ভেপ, এইচটিপি নিষিদ্ধ করে অধ্যাদেশ

» পাহাড়ে এক বছরে ২৬৮ ঘটনায় ‘মানবাধিকার লঙ্ঘন’: দাবি জনসংহতি সমিতির

» খালেদা জিয়ার জন্য শোকবইয়ে যা লিখেছেন রাজনাথ সিং

» ২,৮৫৭ কোটি টাকা ‘আত্মসাৎ’: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক

» মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো, উৎপাদনেও ছাড়

সম্প্রতি