image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাছাইয়ে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ১৯৮৫

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
নিজস্ব বার্তা পরিবেশক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এতে এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১৯৮৫ জন।

নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে, সারা দেশে এবার দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৭১৬ জন মনোনয়নপত্র জমা দেন। গত শুক্রবার থেকে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু করেন। আজ সোমবার ৩০০ আসনে মনোনয়নপত্র বাছাই শেষ হয়।

আজ রাতে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, মনোনয়ন বাছাইয়ের পর বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮৫ জন।

ইসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা–৫, কুমিল্লা–৪, ময়মনসিংহ–৩ ও বগুড়া–৭ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই চার আসনে ১৩ জন করে বৈধ প্রার্থী রয়েছেন। সবচেয়ে কম ২ জন বৈধ প্রার্থী রয়েছেন শেরপুর–২ আসনে। বাছাইয়ে সবচেয়ে বেশি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বগুড়া–৭ আসনে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার থেকে ইসিতে আপিল করা যাবে। ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন করা যাবে। ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি। আপিলের মাধ্যমে অনেকে প্রার্থিতা ফিরে পেতে পারেন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধেও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি