image

অবরোধের গত ২৪ ঘণ্টায় ১২ যানবাহ‌নে আগুন

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ডাকা অবরোধের দুইদিনে সারাদেশে গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্প‌তিবার সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার রাজধানীর খিলগাঁও তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে এবং মানিকনগর চৌরাস্তায় ৩টি বাসে, উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ১টি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া সিরাজগঞ্জ শাহজাদপুর টোটিয়াকান্দায় ১টি পিকআপে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি বাসে, গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপে এবং কাপাসিয়ার চাঁদপুর বাজারে ১টি কভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে একটি ট্রাকে, ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রিজে একটি কভার্ড ভ্যানে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

ফায়ার সা‌র্ভিস জা‌নি‌য়ে‌ছে, গত ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এই আগুন নেভা‌তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে।

‘জাতীয়’ : আরও খবর

» খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘জটিল’: ডা. জাহিদ

» সিইসির সঙ্গে বিএনপির বৈঠক, মনোনয়নপত্রের তথ্য স্পষ্ট করার অনুরোধ

সম্প্রতি