বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
রাষ্ট্রদূতরা হলেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ এহ্মাদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, হলি-সি ভ্যাটিকানের এপস্টলিক নানসিও কেভিন র্যান্ডাল এবং শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা বিরাক্কডি।
শ্রদ্ধা নিবেদনের পর তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূতরা পরিদর্শকের বইয়ে সই করেন। এসময় তাদের জাদুঘরের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
অর্থ-বাণিজ্য: চট্টগ্রামে আরও ইপিজেড করার দাবি ব্যবসায়ীদের
অর্থ-বাণিজ্য: কিছু এলাকার কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএর
অর্থ-বাণিজ্য: রেজল্যুশনের আওতায় সব এনবিএফআই
অর্থ-বাণিজ্য: ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান