শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার সকালে (বিএসপি) পক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভা-ারী এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ যাতে সামনে অগ্রসর হতে না পারে, সে জন্য পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরাজয়ের অন্তিম মুহূর্তে জাতির সূর্যসন্তানদের পরিকল্পিতভাবে শহিদ করে। তাদের এ অপচেষ্টা সফল হয়নি। আজ স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে, বাংলাদেশ সকল সূচকে পাকিস্তানের চেয়ে অগ্রগামী এবং পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি।’
তিনি আরো বলেন, ‘উন্নয়ন ও সম্প্রীতিতে বাংলাদেশ রোল মডেল। বাঙালি জাতির দৃঢ়চেতা মনোভাব, অজেয়কে জয় করার স্পৃহাই এ সফলতা এনে দিয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, আজ সকল নাগরিককে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করতে হবে।’
বিজ্ঞান ও প্রযুক্তি: টেইক অফ ইস্তাম্বুল ২০২৫ এ বাক্কো’র অংশগ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তি: টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন