alt

কড়া নিরাপত্তায় বিজিপি সদস্যদের হস্তান্তর

জসিম সিদ্দিকী,কক্সবাজার ও মো. শাফায়েত হোসেন বান্দরবান : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

বৃহস্পতিবার গভীর সমুদ্রে মায়ানমারের জাহাজে উঠার আগ মুহূর্তে আশ্রয় গ্রহণকারীরা-সংবাদ

রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মায়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দুই ধাপে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় ১৬৫ জনকে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে জাহাজে করে পাঠানো হয় গভীর সমুদ্রে অপেক্ষায় থাকা মায়ানমারের জাহাজে।

দ্বিতীয় দফায় বিকেল ৪টায় বাকি ১৬৫ জনকে একই প্রক্রিয়ায় মায়ানমারের জাহাজে পাঠানো হয় বলে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান।

বিজিবি জানায়, ২ ফেব্রুয়ারি রাত থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপির সদস্যসহ ৩৩০ জন। তারা এসে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

মায়ানমারের এই নাগরিকদের বিজিবি হেফাজতে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমের দুটি স্কুলে রাখা হয়েছিল। তাদের ফিরিয়ে নিতে মায়ানমার কর্তৃপক্ষ ঢাকার সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে।

এর পরিপ্রেক্ষিতে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীরের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও বিজিপি সদস্যদের ফেরত যাওয়ার বিষয়টি সমন্বয় করে।

বিজিবি জানায়, বিজিপি সদস্যদের হস্তান্তরের জন্য কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার ভোরে বাসে করে তাদের উখিয়ার ইনানী উপকূলে নৌবাহিনীর জেটি ঘাটে নিয়ে আসা হয়।

ওই ৩৩০ জনের মধ্যে নয়জনকে হাসপাতালে রেখে চিকিৎসাও দেয়া হয়। তাদের ইনানীতে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে। সবাইকে প্রথমে সেখানে একটি অস্থায়ী তাঁবুতে রাখা হয়।

সকাল ৮টা থেকে ইনানিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মায়ানমারবিষয়ক পরিচালক মো. রাকিবুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. রাশেদ হোসেন চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

সকাল সাড়ে ৯টার কিছু পরে কোস্টগার্ডের জাহাজে করে ইনানী জেটিতে আসেন বিজিপির কর্নেল মায়ো থুরা নউংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

তারা পৌঁছার পর দুই রাষ্ট্রের মধ্যে লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে। তারপর বেলা ১১টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ের সামনেই ৩৩০ সদস্যকে বিজিপির কর্নেল মিয়ো থুরা নউংয়ের হাতে হস্তান্তর করেন।

প্রথম ধাপে ১৬৫ জনকে জেটি দিয়ে তোলা হয় ইনানি ও সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে। দুপুর ১২টার দিকে জাহাজ তাদেরকে বাংলাদেশের সমুদ্র সীমানায় অপেক্ষারত মায়ানমারের নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেয়।

দ্বিতীয় দফায় ১৬৫ জন যায় বিকেল ৪টায়। এই ৩৩০ জনকে নিয়ে মায়ানমারের জাহাজটি রাজধানীর দিকে যাত্রা শুরু করে বলে বিজিবি জানায়।

তবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সঙ্গে করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেছিলেন মায়ানমারের সীমান্তরক্ষীরা। আপাতত সেসব তাদের সঙ্গে ফেরত দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস ব্রাঞ্চ) ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।

এই হস্তান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি কোস্টগার্ড সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে মায়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বিভিন্ন বাহিনী এবং দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। যার প্রভাব বাংলাদেশ-মায়ানমার সীমান্তের এপারে এসে পড়ে।

পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ জনকে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা, সহযোগিতা ও আহতদের চিকিৎসা দেয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সর্তক রয়েছে। রোহিঙ্গাসহ কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেয়া হবে না।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে বাংলাদেশ সরকার ও বিজিবির প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও উন্নত হয়েছে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি বৃহস্পতিবারও পুরোদিনই শান্ত ছিল। মায়ানমারের অভ্যন্তরে গোলাবারুদ বিস্ফোরণের কোনো শব্দ দিনব্যাপী শোনা যায়নি।

কী ঘটেছিল

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মায়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে।

বাহিনীগুলো হল-তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ, আরাকান আর্মি-এএ এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ। তারা শান, রাখাইন, চীন ও কেয়াহ রাজ্যে লড়াই চালাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করে ইতোমধ্যে তারা সাফল্য দেখিয়েছে।

আরাকান আর্মি (এএ) এ জোটের অন্যতম অংশ। মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংখ্যালঘু নৃগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী এটি। তারা রাখাইনের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।

রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। যুদ্ধের গুলি ও মর্টার শেল এসে পড়ছে এপাড়ে। এ রকম ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। ঢাকায় মায়ানমারের দূতকে ডেকে এসব ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের তরফ থেকে।

এদিকে যুদ্ধের মধ্যে বিদ্রোহীরা বিজিপির কয়েকটি সীমান্ত ফাঁড়ি দখল করে নিলে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ৪ ফেব্রুয়ারি সকাল থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। পরের কয়েক দিনে তাদের সংখ্যা পৌঁছায় ৩৩০ জনে।

শুরুতে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয় বান্দরবানের একটি স্কুলে। পরে তাদের একটি অংশকে সরিয়ে নেয়া হয় টেকনাফে।

এর মধ্যেই তাদের ফেরত পাঠাতে বাংলাদেশের তরফ থেকে মায়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মায়ানমারও তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সম্মত হয়।

কিছুদিন আগে ভারত যেভাবে মায়ানমারের সৈন্যদের ফেরত পাঠিয়েছিল, সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে প্রত্যাবাসনের জন্য বিজিপি সদস্যদের আকাশপথে ফেরত পাঠানোর কথা বলেছিল বাংলাদেশ।

তবে ধারণক্ষমতা এবং একসঙ্গে সবাইকে নিয়ে যাওয়ার সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরে মায়ানমারের প্রস্তাবে তাদের নৌপথে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ছবি

নিজেদের স্বার্থে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি বন্ধের অনুরোধ ঢাকার

ছবি

আত্মসমর্পণ, পরে জামিন সাবেক বিচারপতিসহ তিনজনের

ছবি

প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ছবি

বারোটি রাজনৈতিক দল নিয়ে ইসির সংলাপ শুরু বৃহস্পতিবার

ছবি

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ: প্রসিকিউটর

ছবি

উদ্বেগ-উৎকণ্ঠা, জোরদার নিরাপত্তা

ছবি

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান

ছবি

কানাডীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের সাক্ষাৎ

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ছবি

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ছবি

ট্রাইব্যুনাল ফেইস না করে যানবাহনে আগুন মানুষ ‘ভালোভাবে নিচ্ছে না’: প্রসিকিউটর

কিউকম সিইও রিপন কারাগারে, রিমান্ড শুনানি বুধবার

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সহযোগীর দুই ফ্ল্যাট জব্দের আদেশ

ছবি

১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

ছবি

পাচারের শিকার শান্তনা দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলো

মালয়েশিয়ায় কর্মী পাঠানো: আরও ৪ এজেন্সির বিরুদ্ধে মামলা করছে দুদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

ছবি

ডেঙ্গুতে আরও ৯১২ জন হাসপাতালে, মৃত্যু ৩ জনের

ইসির সংলাপ শুরু কাল থেকে, ধাপে ধাপে ডাকা হবে দলগুলোকে

ছবি

জুলাই সনদ নিয়ে ‘৩ থেকে ৪ দিনের মধ্যে’ সিদ্ধান্ত নেবে সরকার

ছবি

তৌহিদ হোসেন বললেন, দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন

ছবি

বিমানবন্দরগুলোকে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কয়েকটি নির্দেশ : বেবিচক

ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিচার প্রস্তুত, আদালত বদল

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষা, হাসিনার বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলা

এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা নতুন বাংলাদেশ: আওয়ামী লীগকে হুঁশিয়ারি প্রেস সচিবের

লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

শক্তিশালী বোমা মেশিন বসিয়ে বালু অপসারণ, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ-পরিবহন উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ‘জিহাদ’ ঘোষণা

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদের বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

ছবি

সনদ ও গণভোটের বিষয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি

ইসির সিদ্ধান্ত অবৈধ: বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ আসনই বহাল

ছবি

দুদকের অভিযোগ: বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকা আয়বহির্ভূত সম্পদ

ছবি

প্লট বরাদ্দ মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন

প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, ফের কর্মবিরতি ঘোষণা

tab

কড়া নিরাপত্তায় বিজিপি সদস্যদের হস্তান্তর

জসিম সিদ্দিকী,কক্সবাজার ও মো. শাফায়েত হোসেন বান্দরবান

বৃহস্পতিবার গভীর সমুদ্রে মায়ানমারের জাহাজে উঠার আগ মুহূর্তে আশ্রয় গ্রহণকারীরা-সংবাদ

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মায়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দুই ধাপে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় ১৬৫ জনকে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে জাহাজে করে পাঠানো হয় গভীর সমুদ্রে অপেক্ষায় থাকা মায়ানমারের জাহাজে।

দ্বিতীয় দফায় বিকেল ৪টায় বাকি ১৬৫ জনকে একই প্রক্রিয়ায় মায়ানমারের জাহাজে পাঠানো হয় বলে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান।

বিজিবি জানায়, ২ ফেব্রুয়ারি রাত থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপির সদস্যসহ ৩৩০ জন। তারা এসে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

মায়ানমারের এই নাগরিকদের বিজিবি হেফাজতে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমের দুটি স্কুলে রাখা হয়েছিল। তাদের ফিরিয়ে নিতে মায়ানমার কর্তৃপক্ষ ঢাকার সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে।

এর পরিপ্রেক্ষিতে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীরের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও বিজিপি সদস্যদের ফেরত যাওয়ার বিষয়টি সমন্বয় করে।

বিজিবি জানায়, বিজিপি সদস্যদের হস্তান্তরের জন্য কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার ভোরে বাসে করে তাদের উখিয়ার ইনানী উপকূলে নৌবাহিনীর জেটি ঘাটে নিয়ে আসা হয়।

ওই ৩৩০ জনের মধ্যে নয়জনকে হাসপাতালে রেখে চিকিৎসাও দেয়া হয়। তাদের ইনানীতে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে। সবাইকে প্রথমে সেখানে একটি অস্থায়ী তাঁবুতে রাখা হয়।

সকাল ৮টা থেকে ইনানিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মায়ানমারবিষয়ক পরিচালক মো. রাকিবুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. রাশেদ হোসেন চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

সকাল সাড়ে ৯টার কিছু পরে কোস্টগার্ডের জাহাজে করে ইনানী জেটিতে আসেন বিজিপির কর্নেল মায়ো থুরা নউংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

তারা পৌঁছার পর দুই রাষ্ট্রের মধ্যে লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে। তারপর বেলা ১১টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ের সামনেই ৩৩০ সদস্যকে বিজিপির কর্নেল মিয়ো থুরা নউংয়ের হাতে হস্তান্তর করেন।

প্রথম ধাপে ১৬৫ জনকে জেটি দিয়ে তোলা হয় ইনানি ও সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কর্ণফুলীতে। দুপুর ১২টার দিকে জাহাজ তাদেরকে বাংলাদেশের সমুদ্র সীমানায় অপেক্ষারত মায়ানমারের নৌবাহিনীর জাহাজে পৌঁছে দেয়।

দ্বিতীয় দফায় ১৬৫ জন যায় বিকেল ৪টায়। এই ৩৩০ জনকে নিয়ে মায়ানমারের জাহাজটি রাজধানীর দিকে যাত্রা শুরু করে বলে বিজিবি জানায়।

তবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সঙ্গে করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেছিলেন মায়ানমারের সীমান্তরক্ষীরা। আপাতত সেসব তাদের সঙ্গে ফেরত দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস ব্রাঞ্চ) ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।

এই হস্তান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি কোস্টগার্ড সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে মায়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বিভিন্ন বাহিনী এবং দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। যার প্রভাব বাংলাদেশ-মায়ানমার সীমান্তের এপারে এসে পড়ে।

পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ জনকে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা, সহযোগিতা ও আহতদের চিকিৎসা দেয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সর্তক রয়েছে। রোহিঙ্গাসহ কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেয়া হবে না।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে বাংলাদেশ সরকার ও বিজিবির প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও উন্নত হয়েছে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি বৃহস্পতিবারও পুরোদিনই শান্ত ছিল। মায়ানমারের অভ্যন্তরে গোলাবারুদ বিস্ফোরণের কোনো শব্দ দিনব্যাপী শোনা যায়নি।

কী ঘটেছিল

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মায়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে।

বাহিনীগুলো হল-তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ, আরাকান আর্মি-এএ এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ। তারা শান, রাখাইন, চীন ও কেয়াহ রাজ্যে লড়াই চালাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করে ইতোমধ্যে তারা সাফল্য দেখিয়েছে।

আরাকান আর্মি (এএ) এ জোটের অন্যতম অংশ। মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সংখ্যালঘু নৃগোষ্ঠীর একটি সশস্ত্র বাহিনী এটি। তারা রাখাইনের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।

রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। যুদ্ধের গুলি ও মর্টার শেল এসে পড়ছে এপাড়ে। এ রকম ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। ঢাকায় মায়ানমারের দূতকে ডেকে এসব ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের তরফ থেকে।

এদিকে যুদ্ধের মধ্যে বিদ্রোহীরা বিজিপির কয়েকটি সীমান্ত ফাঁড়ি দখল করে নিলে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ৪ ফেব্রুয়ারি সকাল থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। পরের কয়েক দিনে তাদের সংখ্যা পৌঁছায় ৩৩০ জনে।

শুরুতে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয় বান্দরবানের একটি স্কুলে। পরে তাদের একটি অংশকে সরিয়ে নেয়া হয় টেকনাফে।

এর মধ্যেই তাদের ফেরত পাঠাতে বাংলাদেশের তরফ থেকে মায়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মায়ানমারও তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সম্মত হয়।

কিছুদিন আগে ভারত যেভাবে মায়ানমারের সৈন্যদের ফেরত পাঠিয়েছিল, সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে প্রত্যাবাসনের জন্য বিজিপি সদস্যদের আকাশপথে ফেরত পাঠানোর কথা বলেছিল বাংলাদেশ।

তবে ধারণক্ষমতা এবং একসঙ্গে সবাইকে নিয়ে যাওয়ার সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরে মায়ানমারের প্রস্তাবে তাদের নৌপথে পাঠানোর সিদ্ধান্ত হয়।

back to top