অবসরে যাওয়া বহু পুলিশ সদস্য রেশন বঞ্চিত পরিবার নিয়ে মানবেতন জীবন কাটছে
অবসরে যাওয়া প্রায় এক লাখ সদস্য রেশন পাচ্ছে না। রেশন বঞ্চিত পুলিশ সদস্যরা আজীবন শতভাগ রেশন সুবিধার দাবি তুলছেন। সুবিধা বঞ্চিত পুলিশ সদস্যরা রেশন পাওয়ার জন্য আইজিপি বরাবর লিখিত অনুরোধ জানিয়েছেন। এর আগেও তারা বিভিন্ন সময় পুলিশ প্রধানের কাছে আবেদন করেছেন।
সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি আবার আবেদন করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন মর্মে আশ্বস্ত করলেও তা রহস্য জনক কারনে বাস্তবায়ন হয়নি।
অবসর প্রাপ্ত পুলিশদের সূত্র জানায়,১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে পহেলা জানুয়ারি ২০২০ সালের আগে অবসরে যাওয়া জীবিত পুলিশ সদস্যদেরকে মানবিক ও আইনগত দিক বিবেচনা করে আজীবন রেশন সুবিধার আওতায় আনার অনুরোধ করেছেন।
অবসর প্রাপ্ত পুলিশ কল্যাণ অ্যাসোসিয়শনের একজন সদস্য সাংবাদিকদেরকে জানান, পুলিশ সদস্যরা বাহিনীতে চাকরী করে যে বেতন ভাতা পেত তা ওই সময় খুবই কম ছিল। আর অবসরে যাওয়ার পর যে পেনশন পায় তাও খুবই কম। এই অবস্থায় রেশন না পাওয়ায় তারা কষ্টে দিন কাটছেন। রেশন পাওয়ার জন্য বঞ্চিত পুলিশ সদস্যরা এখনও ধারে ধারে ঘুরছে।
সূত্র জানায়, ২০২৩ সালে রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষনে পুলিশের বাজেট বৃদ্ধিসহ পুলিশের যতটা দরকার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। এমনকি সবার রেশনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে অবসরপ্রাপ্তদের রেশনের ব্যবস্থাও প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু অভিযোগ রয়েছে,২০২০ সালের পহেলা জানুয়ারির আগের পুলিশ সদস্যরা কোন ধরনের রেশন সুবিধা পাচ্ছেন না।
১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা। এখন পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর ঘোষিত অবসরকালিন রেশন থেকে বঞ্চিত হচ্ছেন।
অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, যারা এখন রেশন থেকে বঞ্চিত রয়েছে। তারা সকলেই বয়স্ক ও বৃদ্ধ,অসুস্থ। এই অবস্থায় তারা রেশন পাওয়ার জন্য আকুতি করে ধারে ধারে ঘুরছেন।
সূত্র জানায়,অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের আজীবন রেশন দেয়ার জন্য স্বরাস্ট্র মন্ত্রলণালয়ের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর জন্য পেনশনভোগী জীবিত পুলিশ সদস্যদের যে তালিকা তৈরী করে প্রস্তাবে সংযুক্ত করা হয়েছে। কিন্তু যুক্তিসংগত কারন ছাড়াই অর্থমন্ত্রণালয় থেকে বলা তাদের রেশন বাস্তবসম্মত নয়।
অভিযোগ রয়েছে,নানা কারনে রেশন সুবিধা থেকে বঞ্চিত অবসর প্রাপ্ত প্রায় এক লাখ পুলিশ সদস্য। তারা প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি বরাবর একাধিক চিঠিও দিয়েছেন। তা আজও বাস্তবায়ন না হওয়ায় বঞ্চিত পুলিশ সদস্যের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            অবসরে যাওয়া বহু পুলিশ সদস্য রেশন বঞ্চিত পরিবার নিয়ে মানবেতন জীবন কাটছে
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
অবসরে যাওয়া প্রায় এক লাখ সদস্য রেশন পাচ্ছে না। রেশন বঞ্চিত পুলিশ সদস্যরা আজীবন শতভাগ রেশন সুবিধার দাবি তুলছেন। সুবিধা বঞ্চিত পুলিশ সদস্যরা রেশন পাওয়ার জন্য আইজিপি বরাবর লিখিত অনুরোধ জানিয়েছেন। এর আগেও তারা বিভিন্ন সময় পুলিশ প্রধানের কাছে আবেদন করেছেন।
সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি আবার আবেদন করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন মর্মে আশ্বস্ত করলেও তা রহস্য জনক কারনে বাস্তবায়ন হয়নি।
অবসর প্রাপ্ত পুলিশদের সূত্র জানায়,১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে পহেলা জানুয়ারি ২০২০ সালের আগে অবসরে যাওয়া জীবিত পুলিশ সদস্যদেরকে মানবিক ও আইনগত দিক বিবেচনা করে আজীবন রেশন সুবিধার আওতায় আনার অনুরোধ করেছেন।
অবসর প্রাপ্ত পুলিশ কল্যাণ অ্যাসোসিয়শনের একজন সদস্য সাংবাদিকদেরকে জানান, পুলিশ সদস্যরা বাহিনীতে চাকরী করে যে বেতন ভাতা পেত তা ওই সময় খুবই কম ছিল। আর অবসরে যাওয়ার পর যে পেনশন পায় তাও খুবই কম। এই অবস্থায় রেশন না পাওয়ায় তারা কষ্টে দিন কাটছেন। রেশন পাওয়ার জন্য বঞ্চিত পুলিশ সদস্যরা এখনও ধারে ধারে ঘুরছে।
সূত্র জানায়, ২০২৩ সালে রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষনে পুলিশের বাজেট বৃদ্ধিসহ পুলিশের যতটা দরকার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। এমনকি সবার রেশনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে অবসরপ্রাপ্তদের রেশনের ব্যবস্থাও প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু অভিযোগ রয়েছে,২০২০ সালের পহেলা জানুয়ারির আগের পুলিশ সদস্যরা কোন ধরনের রেশন সুবিধা পাচ্ছেন না।
১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা। এখন পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর ঘোষিত অবসরকালিন রেশন থেকে বঞ্চিত হচ্ছেন।
অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, যারা এখন রেশন থেকে বঞ্চিত রয়েছে। তারা সকলেই বয়স্ক ও বৃদ্ধ,অসুস্থ। এই অবস্থায় তারা রেশন পাওয়ার জন্য আকুতি করে ধারে ধারে ঘুরছেন।
সূত্র জানায়,অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের আজীবন রেশন দেয়ার জন্য স্বরাস্ট্র মন্ত্রলণালয়ের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর জন্য পেনশনভোগী জীবিত পুলিশ সদস্যদের যে তালিকা তৈরী করে প্রস্তাবে সংযুক্ত করা হয়েছে। কিন্তু যুক্তিসংগত কারন ছাড়াই অর্থমন্ত্রণালয় থেকে বলা তাদের রেশন বাস্তবসম্মত নয়।
অভিযোগ রয়েছে,নানা কারনে রেশন সুবিধা থেকে বঞ্চিত অবসর প্রাপ্ত প্রায় এক লাখ পুলিশ সদস্য। তারা প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি বরাবর একাধিক চিঠিও দিয়েছেন। তা আজও বাস্তবায়ন না হওয়ায় বঞ্চিত পুলিশ সদস্যের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।