image

মাটি ও মানুষের সঙ্গে সংযোগ আছে, দেশে এমন রাজনৈতিক দলের অভাব : শেখ হাসিনা

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

মাটি ও মানুষের সঙ্গে সংযোগ আছে, বাংলাদেশে এমন রাজনৈতিক দলের অভাব বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার গণভবনে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

আগামী পাঁচ বছরে দেশের গণতন্ত্রকে কোথায় নিয়ে যেতে চান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে একটা দেশ উন্নত হয়। গত ১৫ বছর আমরা দেশটাকে উন্নত করতে পেরেছি। আর্থসমাজিক উন্নয়ন হয়েছে, মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়েছে, শিক্ষা-দীক্ষা সবদিক থেকে বাংলাদেশ অনেক উপর উঠে আসতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যথাযথভাবে অগ্রগামী হতে পারি, এগিয়ে যেতে পারি সেই কাজটাই আমাদের বড় কথা। এদিকে আমার মনোযোগ দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আসলে রাজনৈতিক দলের অভাব বাংলাদেশে। আওয়ামী লীগ ঊনপঞ্চাশ সালে গঠিত হয়েছিল গণমানুষের কথা বলে। সেই সময় থেকে আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগ এগিয়ে গেছে। আমি যদি আমার প্রতিপক্ষ কয়েকটি দল দেখি, একটা তো যুদ্ধাপরাধী দল জামায়াত, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়। পাসপোর্ট নিয়ে যারা পাকিস্তান গেছে তাদেরকে ফিরিয়ে এনে ভোটের অধিকার দিয়েছে। জাতির পিতা হত্যাকারীদেরকে পার্লামেন্টে নিয়ে খালেদা জিয়া বসিয়েছিল।

‘জাতীয়’ : আরও খবর

» ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

» কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

সম্প্রতি