ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি গতকালকে আইজিপির সঙ্গে কথা বলেছি যে, ট্রাফিক লাইটগুলো সচল করে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। আগে অতিরিক্ত চাপ ছিল, এখন সেই চাপ নাই।’
আজ শুক্রবার গণভবনে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা যদি ট্রাফিক লাইটের পদ্ধতিতে চলে যাই; বেশি সময় নয়, সময় কম কম করে যদি বারবার ছেড়ে দেই, মানুষ একটু যদি চলমান থাকে, যতক্ষণই লাগুক, অনেকক্ষণ বসে আছি সেই অনুভূতিটা হবে না।
তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছি। ট্রাফিক লাইট সিস্টেমটাকে ভালোভাবে চালু করার জন্য বলে দিয়েছি। যাতে করে ট্রাফিক সংযত হয়।”
শেখ হাসিনা বলেন, রাজধানীতে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের সুবিধা মানুষ পাচ্ছে। এতে করে অনেক যানজট সহনশীল হয়ে গেছে। এখনো কিছু কিছু এলাকা আছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। পুরোটা হয়ে গেলেই সেই সুযোগটাও মানুষ পাবে। আরও পাঁচটা মেট্রোরেল সারা ঢাকাজুড়ে হবে। সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।
আন্তর্জাতিক: বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না
অর্থ-বাণিজ্য: রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনা সভা ১৯ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: সোনার দাম আবার বাড়ছে