image

গণপূর্ত ও রাজউকের আরও সজাগ হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার, ০২ মার্চ ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণহানির মত ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

আজ শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটির ‘২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, এতগুলো মানুষের প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এসবের বিরুদ্ধে অভিযান চলা উচিত। সাধারণ একটা ভুলের জন্য ৪৫টা (মোট ৪৬ মৃত্যু) প্রাণ চলে গেল।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি