বীমা দাবি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বীমা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানিকে ‘সম্মাননা পুরস্কার’ প্রদান করেছেন।
গত ১ লা মার্চ জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)।
উল্লেখ্য যে, বেসরকারি খাতের প্রথম প্রজন্মের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ শুরু থেকে এ পর্যন্ত ৮৯০০ কোটি টাকার অধিক এবং ২০২৩ সালে ৮৫২ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। সাফল্যের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তি কোম্পানির প্রতি সম্মানিত গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ শাখার কর্মকর্তা ভাইস প্রেসিডেণ্ট নাসের মারুফুল হাসান কায়সারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে মূলধন বাড়লো আড়াই হাজার কোটি টাকা