image

একযুগে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ : প্রতিমন্ত্রী

রোববার, ০৩ মার্চ ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

একযুগে প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

রুমানা আলী জানান, গত একযুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং দুই লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে।

সামিল উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সারাদেশে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা এক লাখ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এক লাখ এবং প্রতিবন্ধী ভাতা ৫ লাখ ৩৫ হাজার জন বৃদ্ধি করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি