দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে বসবে। এদিন বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের তরফে জানানো হয়েছে।
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশন বসার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।
আগামী জুনে সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সে কারণে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি: সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫: চ্যাম্পিয়ন প্রিয়শপ
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল
বিজ্ঞান ও প্রযুক্তি: টাওয়ারকর্মীদের নিরাপত্তা বৃদ্ধিতে হুয়াওয়ের সচেতনতামুলক অনুষ্ঠান