image

গাজীপু‌রে নির্বাচন ক‌মিশনার আলমগীর হো‌সেন

স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি সংসদ নির্বাচ‌নের ‌চে‌য়ে বে‌শি থাকবে

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
প্রতিনিধি, গাজীপুর

স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি সংসদ নির্বাচ‌নের ‌চে‌য়ে বে‌শি থাকার আশা প্রকাশ ক‌রে‌ছেন নির্বাচন ক‌মিশনার মো: আলমগীর।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে ভাওয়াল সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নে নির্বাচন ক‌মিশনার এ আশা প্রকাশ করেন।

নির্বাচন ক‌মিশনার ব‌লেন, অন‌্যান‌্য নির্বাচ‌নের ম‌তো সুষ্ঠু ও শা‌ন্তিপুর্ণ নির্বাচ‌নের জন‌্য ক‌মিশ‌নের সকল প্রকার সহায়তায় থাকবে। সংসদ নির্বাচ‌নের চে‌য়ে স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি বে‌শি থাক‌বে। কেন না এ নির্বাচ‌নে প্রার্থী ও সমর্থকরা সরাস‌রি ভোটারদের কা‌ছে গি‌য়ে কে‌ন্দ্রে যাওয়ার জন‌্য উদ্বুদ্ধ কর‌তে পা‌রেন।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফা‌তে মোহাম্মদ স‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে মত বি‌নিময় সভায় উপ‌স্থিত ছিলেন, রিটা‌র্নিং কর্মকর্তা, সহকারী রিটা‌র্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যগণ।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি