image

তাপপ্রবাহের সতর্কবার্তা, বাড়লো আরও ৩ দিন

নিজস্ব বার্তা পরিবেশক

সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট বা সতর্ক বার্তার মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সোমবার থেকে আগামী বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সংস্থাটির আবহাওয়াবিদ বজলুর রশীদ স্বাক্ষরিত তাপপ্রবাহের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা আছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। তাই সতর্কবার্তার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে পূর্বে জারি করা অ্যালার্ট শেষ হওয়ার কথা ছিল। তবে চলমান তাপপ্রবাহের কারণে অধিদপ্তর আবার হিট অ্যালার্ট জারি করলো।

এই গরমে রোববার মেহেরপুর, সিলেট ও নরসিংদীতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবারও তিনজেলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকই এদের মৃত্যু কারণ বলে চিকিৎসকদের ধারণা।

এই গরমে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর৷ তবে অন্য কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, আকাশে মেঘ আছে, তাই আজ তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে কাল মঙ্গলবার থেকে আবার বাড়বে৷ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন বাতাসে জলীয়বাষ্প বেশী হলে এই গরমে অস্বস্তি বাড়তে পারে।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। শনিবার কয়েক জেলায় সেটা অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয়।

শনিবার এই মৌসুমে তাপমাত্রার পারদ চড়েছিলো সবচেয়ে বেশী; সেদিন যশোরে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার তাপমাত্রা আগেরদিন থেকে সামান্য কমেছিলো, কিন্তু তাপপ্রবাহের এলাকার বিস্তার বেড়েছে; এখন তা ৫১ জেলায়। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার সকালে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

‘জাতীয়’ : আরও খবর

» কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

» শিক্ষার্থীদের জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার

» এবারের নির্বাচন ‘লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার’: ইসি সানাউল্লাহ

» সাবেক ভূমি মন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ২৭ হাজার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ২৬৮

» ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

» মনোনয়নপত্র বাতিল: ইসিতে আপিলের আরও ১৩১ আবেদন

সম্প্রতি