image

এবার লোৎসে জয় করলেন বাবর

মঙ্গলবার, ২১ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে পর্বতে লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী।

মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে এ চূড়ায় পৌঁছান তিনি।

এ লোৎসেতে বাবর আলীই প্রথম বাংলাদেশি। এভারেস্টের চূড়ায় আরোহণের দুই দিন পর লোৎসে পর্বতের শীর্ষ (৮৫১৬ মিটার) ছুঁলেন এই বাংলাদেশি।

১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয়

বাবরের এই অর্জনে একই অভিযানে পর পর দুটি আট হাজার মিটার শৃঙ্গ সামিট বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসের নতুন অধ্যায় লেখা হলো।

তার সমন্বয়ক ফরহান জামান জানান, লোৎসে চূড়া স্পর্শ করার পর এখন বাবর পর্বত থেকে নেমে আসা শুরু করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি