পৃথিবীর কোথায় সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয়, এমন প্রশ্ন রেখেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান। সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী উল্টো এ প্রশ্ন রাখেন।
অর্থমন্ত্রী বলেন, গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে উনি (আব্দুর রউফ তালুকদার) অর্থ সচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয় উনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনও আইডিয়া নেই। এমনি এমনিই অর্থ সচিব হয়েছেন? এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে তিনি বলেন, পৃথিবীতে কোথাও এভাবে ঢুকতে দেয় না কি? সব খুলে দেয়? ওখানে ওদের লোক আছে, মুখপাত্র আছে। এগুলো আছে তো।
তাহলে কী সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না? এ প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সেটি তো আমি বলতে পারব না।
অন্য দেশে যে কোনও তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়। আমরা তো সেসব দেশের নাগরিক না, তাহলে সেখানকার রেফারেন্স কেন দেওয়া হয়? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেননি।
অর্থ-বাণিজ্য: সূচক বাড়লেও কমেছে লেনদেন
অর্থ-বাণিজ্য: কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার
অর্থ-বাণিজ্য: রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে
অর্থ-বাণিজ্য: সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি
অর্থ-বাণিজ্য: আইপিওতে লটারি ব্যবস্থা আবারও ফিরছে
আন্তর্জাতিক: সৌদি-পাকিস্তান-তুরস্ক মিলে গঠিত হচ্ছে ‘ইসলামিক নেটো’