সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ২৬ মে ২০২৪

ঢাকা ডিবির থেকে একটি দল কলকাতায় গেলেন

image

ঢাকা ডিবির থেকে একটি দল কলকাতায় গেলেন

রোববার, ২৬ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

রোববার (২৬ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দলটি কলকাতা পৌঁছান।

এ দলে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন বলেন, বাংলাদেশের দলটি সেখানে গিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলবেন। ঘটনাস্থল ঘুরে দেখাসহ সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সঙ্গে কথা বলবেন।

“তদন্তের প্রয়োজনে যে কয়দিন থাকা প্রয়োজন তারা সে কয়দিন অবস্থান করবেন।”

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার ভারতের কলকাতায় গিয়ে গত ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। গত ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন তিনি। এরপর তদন্তে নামে দুই দেশের পুলিশ। বাংলাদেশে গ্রেপ্তার করা হয় তিনজনকে। কলকাতায় গ্রেপ্তার করা হয় আরও একজনকে।

তবে এখন পর্যন্ত আনারের লাশ পাওয়া যায়নি। গ্রেপ্তারদের বরাতে গোন্দেরারা বলেন, এমপি আনারকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে।

এ খুনের ঘটনার তদন্তে এর আগে গত ২৩ মে ভারতের গোয়েন্দা সংস্থার চার সদস্যের একটি দল ঢাকায় আসে। তারা গ্রেপ্তার তিনজনের সঙ্গে কথা বলা ছাড়াও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন তারা চলে যান।

এদিকে ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহীনকে দেশে ফেরাতে গোয়েন্দা কর্মর্তা হারুন ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা কলকাতায় বলেছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আক্তারুজ্জামানের কলকাতার ভাড়া করা বাসায় এমপি আনারকে হত্যা করা হয়।

লাশের টুকরো অংশ উদ্ধারে কলকাতা পুলিশও বেশ তৎপর রয়েছে বলেও এর আগে অতিরিক্ত কমিশনার হারুন সাংবাদিকদের বলেছিলেন।

হত্যাকাণ্ডের খবর সামনে আসার পর আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ২২ মে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তার বাবাকে ‘হত্যার উদ্দেশ্যে অপহরণের’ অভিযোগ আনা হয়।

অপরদিকে কলকাতা পুলিশও আনার হত্যার মামলা তদন্ত করছে।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

সম্প্রতি