image

ঢাকা ডিবির থেকে একটি দল কলকাতায় গেলেন

সংবাদ অনলাইন রিপোর্ট

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

রোববার (২৬ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দলটি কলকাতা পৌঁছান।

এ দলে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন বলেন, বাংলাদেশের দলটি সেখানে গিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলবেন। ঘটনাস্থল ঘুরে দেখাসহ সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সঙ্গে কথা বলবেন।

“তদন্তের প্রয়োজনে যে কয়দিন থাকা প্রয়োজন তারা সে কয়দিন অবস্থান করবেন।”

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার ভারতের কলকাতায় গিয়ে গত ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। গত ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন তিনি। এরপর তদন্তে নামে দুই দেশের পুলিশ। বাংলাদেশে গ্রেপ্তার করা হয় তিনজনকে। কলকাতায় গ্রেপ্তার করা হয় আরও একজনকে।

তবে এখন পর্যন্ত আনারের লাশ পাওয়া যায়নি। গ্রেপ্তারদের বরাতে গোন্দেরারা বলেন, এমপি আনারকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে।

এ খুনের ঘটনার তদন্তে এর আগে গত ২৩ মে ভারতের গোয়েন্দা সংস্থার চার সদস্যের একটি দল ঢাকায় আসে। তারা গ্রেপ্তার তিনজনের সঙ্গে কথা বলা ছাড়াও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন তারা চলে যান।

এদিকে ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহীনকে দেশে ফেরাতে গোয়েন্দা কর্মর্তা হারুন ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা কলকাতায় বলেছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আক্তারুজ্জামানের কলকাতার ভাড়া করা বাসায় এমপি আনারকে হত্যা করা হয়।

লাশের টুকরো অংশ উদ্ধারে কলকাতা পুলিশও বেশ তৎপর রয়েছে বলেও এর আগে অতিরিক্ত কমিশনার হারুন সাংবাদিকদের বলেছিলেন।

হত্যাকাণ্ডের খবর সামনে আসার পর আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ২২ মে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তার বাবাকে ‘হত্যার উদ্দেশ্যে অপহরণের’ অভিযোগ আনা হয়।

অপরদিকে কলকাতা পুলিশও আনার হত্যার মামলা তদন্ত করছে।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি