যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে আবার ঢাকায় ফিরেছে।
মঙ্গলবার (১১ জুন) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটি।
ঘণ্টাখানেক পর ১৪৫ যাত্রী ও সাত ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে বিমানবন্দরে নেমেছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার এবিওয়াই ৫১৫ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি ফিরে আসে। এটি এখন বিমানবন্দরের ‘বে’ তে পার্ক করা আছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ক্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবস্থা ঘোষণা করে। এটির কেবিন প্রেসার কমে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা মোকাবেলার সবরকম প্রস্তুতি নেয়। পরে এটি নিরাপদে শাহজালালে অবতরণ করে।
আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য বলছে, বিকালে উড্ডয়নের ঘণ্টাখানেক পরে ভারতের আকাশসীমা থেকে ফিরে আসে ফ্লাইট এবিওয়াই ৫১৫। প্রায় ১৭ বছর পুরনো এয়ারবাস এ ৩২০- ২৩২ সিরিজের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছিল।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত