image
ছবি : সংগৃহীত

দায়িত্বহীনতার কারণে সুন্দরবনের মধুর জিআই সনদ হাতিয়ে নিয়েছে ভারত: সিপিডি

নিজস্ব বার্তা পরিবেশক

প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে সুন্দরবনের মধুর ভৌগলিক নির্দেশক পণ্যের (জিআই) মর্যাদা হারিয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।

সংস্থাটি বলছে, সুন্দরবনের মধুর দুই-তৃতীয়াংশ বাংলাদেশের অংশ থেকে সংগৃহিত হয়। অন্যদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে থাকে। এ হিসেবে বাংলাদেশ সুন্দরবনের মধু ভৌগলিক পণ্যের দাবিদার। কিন্তু বাংলাদেশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলার কারণে এ মধুর ভৌগলিক পণ্যের মালিকানা ভারত নিয়ে গেছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০১৭ সালের ৭ আগস্ট বাগেরহাটের জেলা প্রশাসক সুন্দরবনের মধুকে ভৌগোলিক পণ্য হিসেবে তালিকাভুক্ত করার জন্য আবেদন করেন। কিন্তু ৭ বছর ধরে এ আবেদনে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, ভারত ২০২১ সালের ১২ জুলাই আবেদন করে এবং ২০২৪ সালের ১০ জানুয়ারি জিআই পণ্যের সনদ পায়।

তিনি আরও বলেন, মধু বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য এবং এটির জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্টদের অবহেলার কারণে ভারত সেটি পেয়ে যায়।

এসময় সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সেখানে আরও উপস্থিত ছিলেন বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান ও গবেষণা কর্মকর্তা নাইমা হক।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি