চীন থেকে একদিন আগেই ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সূচি অনুযায়ী বৃহস্পতিবার ফেরার কথা ছিল। কিন্তু একদিন আগেই শেষ হচ্ছে তার চীনে দ্বিপক্ষীয় সফর।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বৃহস্পতিবার নয়, বুধবাই ফিরে যাচ্ছেন প্রদানমন্ত্রী।

একই ভাবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানিয়েছেন, বুধবার রাতেই ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব এও জানান, এক দিন আগে ফিরলেও নির্ধারিত সকল কর্মসূচি শেষ করেই দেশে ফিরবেন তিনি। তিনি বলেন, ‘এখানে কোনো কিছু রেখে, বা সংক্ষিপ্ত করে ফিরছেন না। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা, সেখানে আগেরদিন রাতে ফিরছেন।’

প্রেস সচিব আরও জানান, ১০ জুলাই বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজাললাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন, ‘সকালে আসলে একটা দিন চলে যায়, রাতে চলে আসলে দিনটা বেঁচে যায়।’

জানা গেছে, প্রদানমন্ত্রী নিজেই কোন কর্মসূচি না থাকায় একদিন আগেই দেশে ফেরার ইচ্ছা পোষন করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি