সরকারী চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টার দিকে ক্যম্পাসের প্রধান ফটক ভেঙে শাহবাগে গিয়েছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন কিছু আন্দোলনকারী। এসময় আন্দোলনকারীরা যেন ক্যাম্পাসের বাইরে বের হতে না পারে সেজন্য প্রধান ফটকে তালা দেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা ফটক ভেঙে বেরিয়ে পড়ে।
পরে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতিবাজার মোড়ে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আন্দোলনকারীরা বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখানে অবস্থান করতে দেয়নি। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা কোনো ধরনের বাকবিতণ্ডায় না জড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শাহবাগের দিকে রওনা দেন।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইভান তাহসীব বলেন, আমাদের সামনে যত বাধা আসুক আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করে যাব।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নেতৃত্বদানকারীরা পদত্যাগ করে সরে গেছেন আন্দোলন থেকে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা বলেছে, তারা একধরনের পদত্যাগ করে সরে গেছে এই আন্দোলন থেকে।
জবি থেকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা আজ আন্দোলনে যাইনি। কী কারণে সরে গেছি আপনার সঙ্গে দেখা করে এ বিষয়টি বলব।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
সরকারী চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টার দিকে ক্যম্পাসের প্রধান ফটক ভেঙে শাহবাগে গিয়েছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন কিছু আন্দোলনকারী। এসময় আন্দোলনকারীরা যেন ক্যাম্পাসের বাইরে বের হতে না পারে সেজন্য প্রধান ফটকে তালা দেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা ফটক ভেঙে বেরিয়ে পড়ে।
পরে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতিবাজার মোড়ে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আন্দোলনকারীরা বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখানে অবস্থান করতে দেয়নি। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা কোনো ধরনের বাকবিতণ্ডায় না জড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শাহবাগের দিকে রওনা দেন।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইভান তাহসীব বলেন, আমাদের সামনে যত বাধা আসুক আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করে যাব।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নেতৃত্বদানকারীরা পদত্যাগ করে সরে গেছেন আন্দোলন থেকে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা বলেছে, তারা একধরনের পদত্যাগ করে সরে গেছে এই আন্দোলন থেকে।
জবি থেকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা আজ আন্দোলনে যাইনি। কী কারণে সরে গেছি আপনার সঙ্গে দেখা করে এ বিষয়টি বলব।’