এক সমন্বয়কের জামিন, কারাগারে আসিফ মাহতাব

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীর সেতু ভবনে নাশকতার মামলায় রিমান্ড শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জামিন দিয়েছে আদালত। শনিবার (৩ আগস্ট) একই মামলায় রিমান্ড শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ আদেশ দেন।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম বলেন, ছয় দিনের রিমান্ড শেষে এ দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, অনান্য সাধারণ শিক্ষার্থী একে একে জামিন পাচ্ছেন। আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মেধাবী ছাত্র। তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না।

অন্যদিকে, শিক্ষক আসিফ মাহতাবের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষা বিষয়ক একটি রচনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিলেন আসিফ। যার জন্য এ মামলায় ঢুকিয়ে দেয়া হয়েছে। তাদের জামিন চাই।’ উভয়পক্ষের শুনানি নিয়ে আরিফ সোহেলের জামিন মঞ্জুর এবং আসিফ মাহতাবকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ ও ১৯ জুলাই সেতু ভবনসহ ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়। তাতে সেতু ভবনের ৫৫টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। ভবনের নিচতলায় পুরোপুরি পুড়ে যায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন ও ডে-কেয়ার সেন্টার।

এ ঘটনায় সেতু ভবনের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন, যাতে ৩০০ কোটি টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ২৭ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তার পরিবার।

একই দিন রাত সোয়া ৩টার দিকে ‘সাদা পোশাকধারী’ আট-নয়জনের একটি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। গত ২৯ জুলাই তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি