image

"জনপ্রশাসনের নতুন এপিডি অতিরিক্ত সচিব আব্দুর রউফ"

রোববার, ১১ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ ‘নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে মো. আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন অনুবিভাগে কাজ করা রউফকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে।

এপিডি অনুবিভাগ প্রশাসনের নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রেষণ ও ওএসডি সম্পর্কিত নির্দেশনা প্রদান করে। পূর্বে এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. নাজমুছ সাদাত সেলিম, যাকে এখনো নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

বুধবার, ছাত্র-জনতার গণআন্দোলনের পর প্রশাসনে ‘পদোন্নতিবঞ্চিত’ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করতে সচিবালয়ে এসেছিলেন। রাজনৈতিক সুবিধা পাওয়া অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় সচিবালয় কার্যত ফাঁকা ছিল।

৮ আগস্ট মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি