image

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন

রোববার, ১১ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে থাকা ২৭টি দপ্তরের মধ্যে থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া বিধান রঞ্জন রায়কে। অপরদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নতুন দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টার হাতে রয়ে গেল ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ।

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন দুই উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান।

দেশজুড়ে নৈরাজ্যের মধ্যে, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা ইউনূস ও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ নেন। তারা হলেন: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, সালেহউদ্দিন আহমেদ, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন এবং আ ফ ম খালিদ হাসান।

ঢাকার বাইরে অবস্থানের কারণে তিনজন উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নেন।

অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক যুক্তরাষ্ট্রে থাকায় দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা রয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন