image

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। ।

আজ সোমবার সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই ৭০ কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।

এর আগে,গত বুধবার প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। তারপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন।

এরপর বৃহস্পতিবার আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন।

‘জাতীয়’ : আরও খবর

» দিলীপ আগরওয়ালার স্ত্রীর জমি, দোকান ও বাণিজ্যিক স্পেস জব্দ

» নির্বাচনের আগে-পরে বন্ধ থাকবে রোহিঙ্গা ক্যাম্প: ইসি সানাউল্লাহ

» নিবন্ধন শেষ: পোস্টাল ব্যালটে ভোট দিতে চান ১৫ লাখ ৩৩ হাজার

» সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

» ‘অসত্য’ খবর প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে: সুপ্রিম কোর্ট

সম্প্রতি