image

এনএসআই’র নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল সরোয়ার ফরিদ

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) শীর্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবারের এক আদেশে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পূর্বে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট ছিলেন এবং মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিএমএ এর নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরান। আগে তিনি রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্ট ছিলেন।

মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, যিনি আগে মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এছাড়া, মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি