image

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহানুর আলম সাময়িক বরখাস্ত

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষয়-ক্ষতি নিরূপণের জন্য তথ্য চেয়ে চিঠি জারির ঘটনায় ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার স্বাক্ষরিত এক অফিস আদেশে শাহানুর আলমকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

সোমবার, শাহানুর আলম স্বাক্ষরিত একটি চিঠিতে ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে’ সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য চাওয়া হয়। তবে, ওই চিঠি জারির দুই ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়।

এরপর মঙ্গলবারের আদেশে বলা হয়, শাহানুর আলমের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নেওয়া হয়েছিল এবং চিঠিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এর ফলে মন্ত্রণালয় ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি