image

বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদের পদত্যাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরের পর তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "বর্তমানে আমি অসুস্থ এবং চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।"

মহিউদ্দিন আহমেদের মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। তিনি গত বছরের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এর আগে তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যান ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কারণে বিটিআরসিকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়। এই ইন্টারনেট বন্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা একটি তদন্ত নির্দেশ দেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৫-১৬ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ১৮-২৩ জুলাই এবং ৫ আগস্ট ২০২৪ তারিখে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনায় নেওয়া হয়েছিল। এই নির্দেশনায় বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বাস্তবায়ন করেন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে মহিউদ্দিন আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচনে পুলিশ ‘নিরপেক্ষতার’ প্রমাণ রাখবে: আইজিপি

» বাগেরহাট জেলা কারাগার থেকে ২৩ জন ভারতীয় জেলের মুক্তি

» সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ‘সময়টা কোথায়’, প্রশ্ন জ্বালানি উপদেষ্টার

» জাতীয় স্বার্থে কার্যকর ও জনমুখী কূটনৈতিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন

» কেন্দ্রের ৪শ’ গজের বাইরে মেলা বসলে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

» জানুয়ারিতে ১২৮ এলাকায় ১৪৪ আচরণবিধি লঙ্ঘন, ৯৪ মামলা ও জরিমানা

সম্প্রতি