image

শেখ হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর : তৌহিদ হোসেন

বুধবার, ১৪ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া বক্তব্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব বিবৃতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক নয় এবং এর ফলে সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিকেলে অনুষ্ঠিত বৈঠকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়, তবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন যে, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিষয়গুলো অতিরঞ্জিতভাবে প্রচারিত হচ্ছে। তিনি সীমান্তে হত্যার অবসান, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে সকল ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যগুলি সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় এবং এর পরিপ্রেক্ষিতে তিনি ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেছেন।

সীমান্ত হত্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে, উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণের অনুভূতি উন্নত করার চেষ্টা করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি