image

আসাদুজ্জামান খান কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষবাণিজ্যের তদন্ত শুরু

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাঁর সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ তদন্ত করবে। অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি এবং জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেবে।

অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান কামাল এবং তাঁর সহযোগীরা সিন্ডিকেট করে ঘুষবাণিজ্য করেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কামাল বস্তা বস্তা টাকা ঘুষ হিসেবে নিতেন, যা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আদায় করা হতো।

তৎকালীন অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাসের নেতৃত্বে গঠিত সিন্ডিকেটে যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন অন্তর্ভুক্ত ছিলেন। হারুন অর রশীদ বিশ্বাস টাকার আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন। অভিযোগ রয়েছে যে, হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাঠানো হয়েছে।

এছাড়া, সাবেক মন্ত্রীর সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগসহ গুরুত্বপূর্ণ পদায়নে ঘুষ নিতেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রীর দপ্তর থেকে তালিকা পাঠানো হতো।

‘জাতীয়’ : আরও খবর

» ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

» কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

সম্প্রতি