আগামী শনিবার মেট্রোরেল চালুর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু না হওয়ায় মেট্রোরেল চলাচল শুরু করা সম্ভব হয়নি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সময় মেট্রোরেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ১৮ জুলাই বিকালে মেট্রোরেল বন্ধের কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে, ১১ আগস্ট থেকে পরীক্ষামূলক চালানোর প্রস্তুতি শুরু হয় এবং ১৪টি স্টেশন চালু করার প্রস্তুতি নেওয়া হয়।
তবে, মেট্রোরেল সিস্টেম ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকায় শনিবার থেকে চালু করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই
সারাদেশ: কলাপাড়ায় বাসের চাপায় ব্যবসায়ী নিহত
সারাদেশ: দশমিনায় সরিষার ফুলেই হলুদ গালিচা