image

আন্তর্জাতিক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল করা হয়েছে। এ ছাড়া মালদ্বীপে প্রেষণে নিযুক্ত হাইকমিশনারকেও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ছয় রাষ্ট্রদূত এবং একজন হাইকমিশনারকে ঢাকা ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ প্রথম আলোকে জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ছয় রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে।

নির্দেশ পাওয়া রাষ্ট্রদূতদের মধ্যে আছেন:

- যুক্তরাষ্ট্রে নিযুক্ত মোহাম্মদ ইমরান

- রাশিয়ায় কামরুল আহসান

- সংযুক্ত আরব আমিরাতে মো. আবু জাফর

- জাপানে শাহাবুদ্দিন আহমদ

- জার্মানিতে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া

- সৌদি আরবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

এ ছাড়া, প্রেষণে মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকেও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ঢাকায় ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের আরিফা রহমান রুমা, কানাডায় হাইকমিশনের অপর্ণা রানী পাল ও মিথিলা ফারজানাকে দেশে ফিরতে বলা হয়েছে। প্রথমজন প্রেষণে দায়িত্ব পালন করছিলেন, এবং অন্য দুজন চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

উল্লেখ্য, ১১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের অংশ হিসেবে বিতর্কিত চুক্তিগুলো বাতিল করা হবে এবং পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সম্প্রতি