জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানকালে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী ২৬ সেপ্টেম্বর টাইমস স্কোয়ারের কাছে ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে।
এ আয়োজনে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনকে সহায়তা দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ এ সহায়তায় অন্যতম ভূমিকা পালন করছেন। গিয়াস আহমেদ জানান, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই সংবর্ধনায় অংশগ্রহণ করতে পারবেন এবং আমন্ত্রণ তালিকা প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা জানান, আমন্ত্রণপত্র বিতরণের কাজ চলছে এবং কমিউনিটি থেকে মাত্র ৫০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। সতর্কতার সঙ্গে তালিকা তৈরি করা হচ্ছে, কারণ কমিউনিটি বড় হলেও স্থানসীমা সীমিত।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে আগমন ২২ সেপ্টেম্বর নির্ধারিত এবং জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ২৭ সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং তারপরই তিনি নিউ ইয়র্ক ত্যাগ করবেন।
এদিকে, অধ্যাপক ইউনূসের সফরের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে তারা জেএফকে বিমানবন্দরে কাল পতাকা প্রদর্শন এবং জাতিসংঘের সামনে বিক্ষোভের আয়োজন করবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি।"
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানকালে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী ২৬ সেপ্টেম্বর টাইমস স্কোয়ারের কাছে ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে।
এ আয়োজনে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনকে সহায়তা দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ এ সহায়তায় অন্যতম ভূমিকা পালন করছেন। গিয়াস আহমেদ জানান, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই সংবর্ধনায় অংশগ্রহণ করতে পারবেন এবং আমন্ত্রণ তালিকা প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা জানান, আমন্ত্রণপত্র বিতরণের কাজ চলছে এবং কমিউনিটি থেকে মাত্র ৫০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। সতর্কতার সঙ্গে তালিকা তৈরি করা হচ্ছে, কারণ কমিউনিটি বড় হলেও স্থানসীমা সীমিত।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে আগমন ২২ সেপ্টেম্বর নির্ধারিত এবং জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ২৭ সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং তারপরই তিনি নিউ ইয়র্ক ত্যাগ করবেন।
এদিকে, অধ্যাপক ইউনূসের সফরের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে তারা জেএফকে বিমানবন্দরে কাল পতাকা প্রদর্শন এবং জাতিসংঘের সামনে বিক্ষোভের আয়োজন করবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি।"