image

বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির নতুন রেজিস্ট্রার ডাঃ নজরুল

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির নতুন রেজিস্ট্রার হিসেবে ডাঃ নজরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশে তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনি মেডিকেল ভার্সিটির রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করবেন। রেজিস্ট্রার হিসেবে তিনি অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে

ডাঃ নজরুল ইসলাম শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এফসিপিএস,এমডি ও এম,ফিল ডিগ্রী অর্জন করেন। দেশে-বিদেশে বিভিন্ন জার্নালে তার ৩৬টি পাবলিকেশন রয়েছে। আল্ট্রাসাউন্ড, এক্্ররে, সিটিস্ক্যান ও এমআরআই রিপোর্ট দেয়ার উপর বিশেষজ্ঞ ।

আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ এবিএম আব্দুল হান্নান গত ১৭ আগস্ট পদত্যাগ করেছেন।

ভার্সিটি সূত্র জানায়, প্রফেসর ডাঃ নজরুল ইসলাম রেজিস্ট্রার হওয়ায় ভার্সিটি শিক্ষা প্রশাসনে স্বত্বি ফিরেছে। বিভাগ গুলোতে সহকারি অধ্যাপক থেকে সিনিয়র অধ্যাপক পর্যন্ত পদ মর্যাদার শিক্ষক আছেন। তাদের যাবতীয় অফিসিয়ার কাজ রেজিস্ট্রার অফিসে হয়ে থাকে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল সংক্রান্ত সকল কার্যক্রম রেজিস্ট্রার অফিস থেকে করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি