image

২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, অবিলম্বে কার্যকর

সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকার ২৫ জেলা থেকে জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহারের পর নতুন ডিসিদের নিয়োগ দিয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২০ আগস্ট ওই ২৫ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন আসছে, যার অংশ হিসেবে বিভিন্ন পদে রদবদল অব্যাহত রয়েছে।

২৫ জেলায় নতুন ডিসিদের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» নওগাঁ বিআরটিএ’র বিভিন্ন পরীক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ

» আইসিজেতে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের বিচার শুরু

সম্প্রতি