image

রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ বিতর্কে মন্তব্য করতে অনীহা পররাষ্ট্র উপদেষ্টার

সংবাদ অনলাইন রিপোর্ট

মালয়েশিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘সেকেন্ড হোম’ থাকার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নথিপত্র নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত ‘সংবেদনশীল’ এবং এটি রাষ্ট্রপতির ব্যক্তিগত বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আসলে সেই অনুযায়ী কাজ করবে।

সম্প্রতি যুক্তরাজ্যপ্রবাসী অ্যাকটিভিস্ট জুলকারনাইন সায়ের তার ফেইসবুক পোস্টে মালয়েশিয়ায় রাষ্ট্রপতির সম্পদ থাকার বিষয়ে কিছু নথিপত্র শেয়ার করেন, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, অনুমানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে না এবং বিষয়টি আইন উপদেষ্টাদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেন।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি