image

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার, জানালো র‍্যাব

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব শনিবার মধ্যরাতে এক বার্তায় জানিয়েছে।

ওই বার্তায় জানানো হয়, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 'ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার' ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোথায় গুলিবর্ষণ বা কাকে হত্যার দায়ে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

শেখ হাসিনার পতনের পর তার মন্ত্রীসভার অন্যান্য সদস্য এবং আওয়ামী লীগের অন্যান্য নেতার মত ফরহাদও গা ঢাকা দিয়েছিলেন।

শেখ হাসিনার মন্ত্রীসভায় আগের মেয়াদে জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ফরহাদ। এ বছর জানুয়ারীর নির্বাচনের পর তাকে একই মন্ত্রনালয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

‘জাতীয়’ : আরও খবর

» এখনও ছাপার বাকি মাধ্যমিকের প্রায় ৮ কোটি পাঠ্যবই

সম্প্রতি