image

নিম্নচাপের প্রভাবে আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রোববার সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এর প্রভাব বাংলাদেশের উপর পড়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এই নিম্নচাপের ফলে আজ সারাদেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকায় বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার।

বৃষ্টিপাতের মাত্রা অনুযায়ী আবহাওয়াবিদরা সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারি বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বন্যার সম্ভাবনা নেই

দেশের উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির কারণে বন্যার শঙ্কা তৈরি হলেও আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উপ প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, বর্তমানে দেশের কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা ও খুলনা অঞ্চলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে, তবে এসব এলাকায় বন্যার কোনো সম্ভাবনা নেই। এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগসহ উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকির কারণে ওইসব অঞ্চলের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছিল।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি