image

মাজারে শান্তি বজায় রাখতে ডিসিদের ব্যবস্থা নিতে নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বিভিন্ন মাজারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং দুষ্কৃতকারীদের হামলা প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি মাজারে পরিকল্পিত হামলার ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে। এ ধরনের কার্যকলাপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মাজারসমূহ দীর্ঘ ঐতিহ্যের ধারক-বাহক এবং অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল হিসেবে ভক্তরা এখানে শ্রদ্ধা জানাতে আসেন। এ প্রেক্ষিতে মাজারে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে দেশের বিভিন্ন মাজারে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাজারের ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচনে পুলিশ ‘নিরপেক্ষতার’ প্রমাণ রাখবে: আইজিপি

» বাগেরহাট জেলা কারাগার থেকে ২৩ জন ভারতীয় জেলের মুক্তি

» সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ‘সময়টা কোথায়’, প্রশ্ন জ্বালানি উপদেষ্টার

» জাতীয় স্বার্থে কার্যকর ও জনমুখী কূটনৈতিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন

» কেন্দ্রের ৪শ’ গজের বাইরে মেলা বসলে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

» জানুয়ারিতে ১২৮ এলাকায় ১৪৪ আচরণবিধি লঙ্ঘন, ৯৪ মামলা ও জরিমানা

সম্প্রতি